এবার আসছে জোভান মেহজাবীনের বেস্ট ফ্রেন্ড থ্রি - Mr. Lur

MR. LUR™

World No 1 Wapkiz Template Provider

HOMECONTACTTHEMESBLOG

এবার আসছে জোভান-মেহজাবীনের বেস্ট ফ্রেন্ড থ্রি

March 31, 2024 admin Wapkiz Template
এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পী জোভান আহমেদ ও মেহজাবীন চৌধুরী। তারা জুটি বেঁধে অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন।

তারমধ্যে 'বেস্ট ফ্রেন্ড' নাটকটি তাদের ক্যারিয়ারে বেশ সাফল্য যোগ করেছে। সেই গল্পের আবহে এবার নির্মিত হলো ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’। এতে জোভান-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন আদর ও শহীদ উন নবী।



নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। এরই মধ্যে রাজধানীর উত্তরা, চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

জানা যায়, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।



এর আগে জোভান-মেহজাবীন অভিনয় করেছিলেন প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘বেস্ট ফ্রেন্ড’। এ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন এই জুটি। নাটকটি দর্শকপ্রিয়তা পাওয়ার পর একই ঘরানার গল্প নিয়ে প্রবীর রায় চৌধুরী নির্মাণ করেছিলেন ‘লাভ ভার্সেস ক্রাশ’ এবং ‘বেস্ট ফ্রেন্ড টু’ নাটকটি। তবে ‘বেস্ট ফ্রেন্ড টু’-তে জোভান ছাড়া অন্যান্য শিল্পী পরিবর্তিত হয়। সেখানে নায়িকা হিসেবে দেখা যায় তানজিন তিশাকে।

সূত্রঃ এলএ/পিআর (নাটক জোভান মেহজাবিন-চৌধুরী)
LurMag Music Theme